Swargarohoner Sandhane by Ashis Kumar Chatterjee

Swargarohoner Sandhane
by Ashis Kumar Chatterjee
Travelogue, Bengali
Hardbound, 256 Pages, 450 gms
About: Swargarohoner,Sandhane,Asis,Kumar,Chatterjee
আমার গোমুখ-তপোবন ট্রেকিং নিয়ে লেখা বই “তপোভূমি তপোবনে”-র অভাবনীয় সাফল্য দেখে দু’টি কথা দিনের আলোর মত স্পষ্ট লাগল – এক, ট্রেকিং নিয়ে লেখা বইও মানুষজন আগ্রহ নিয়ে পড়েন, এবং দুই, এ ধরণের লেখার একটি চাহিদা আছে অথচ আপাততঃ যোগানদারের ভীষণ অভাব। এই দুটি কারনে উৎসাহিত হয়ে হর-কি-দুন ও রুইনসারা তাল ট্রেকিং করে এসে সেটি নিয়ে একটি বই লিখে ফেললাম।
আমার আগের বইটি যে পাঠকদের অকুণ্ঠ সমাদর পেয়েছে, তার কারন সম্ভবতঃ দু’টি – এক, আজকাল বহু মানুষই হিমালয়ের নানা জায়গায় ট্রেকিংয়ে যাচ্ছেন বলে জনসাধারণের মনে ট্রেকিং নিয়ে একটি আগ্রহের সৃষ্টি হয়েছে এবং দুই, আমার বইটির প্রকৃতি ও মান, যা একজন পাঠকের ভাষায় “… ভ্রমণ, অ্যাডভেঞ্চার, ইতিহাস, ভুগোল ও দর্শনের অসাধারণ মেলবন্ধন”।
এই দুটি কারন ছাড়াও আমার নিজের মতে তৃতীয় একটি কারন আছে। বাংলা ভাষায় পর্বতারোহণ নিয়ে অনেক ভালো ভালো বই থাকলেও সাধারণ মানুষেরা পর্বতারোহণকে ঠিক কাছের জিনিষ মনে করেন না, অর্থাৎ পর্বতারোহীদের সাথে নিজেদের একাত্মবোধ বা আইডেন্টিফাই করতে পারেন না। কিন্তু ট্রেকিং ব্যাপারটা অপেক্ষাকৃত সহজসাধ্য বলে ট্রেকারদের সাথে নিজেদের একাত্মবোধটা সহজেই হয়ে যায়। অতীতে কয়েকটি ট্রেকিং (কেদার-বদ্রী, গোমুখ বা পঞ্চকেদার ইত্যাদি) নিয়ে লেখা বইয়ের সাফল্য ও জনপ্রিয়তার পিছনে এই কারনটাই প্রধান।
যাই হোক, হর-কি-দুন ট্রেকিংয়ে অ্যাডভেঞ্চার ছাড়াও আর একটি আকর্ষণ হল পাণ্ডবদের স্বর্গারোহণের কাহিনীর সঙ্গে এই পথের যোগ এবং দুর্যোধনের মন্দিরের উপস্থিতি, যা বর্তমান বইটিকে পাঠকদের কাছে আকর্ষণীয় হতে সাহায্য করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
প্রথম বইটির মত এই বইটিতেও ভ্রমণ, অ্যাডভেঞ্চার, ইতিহাস, ভুগোল, বিজ্ঞান ও দর্শনের মেলবন্ধনের চেষ্টা করেছি। এই কাজে কতটা সফল হয়েছি তার বিচার পাঠকরাই করবেন।
এই ট্রেকিংয়ে যাঁরা আমার সঙ্গে ছিলেন এবং যাঁরা পিছনে থেকে উৎসাহ দিয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
দুর্গাপুর আশিস কুমার চট্টোপাধ্যায়
আগস্ট ২০১৯
Publications of Ashis Kumar Chatterjee:
Reviews
Launch of Swargarohoner Sandhane
-by You Tube | 15-Aug-2019
Comments