Eka Onyo by Aniruddha Bose


by Aniruddha Bose
Fiction, Bengali
Hardbound, 222 Pages, 290 gms
About: Eka,Onyo, Aniruddha, Bose, Navarasa, Ashtamangik, Marg, Manduka, Upanishad,Lyrical, novel, monologue, format,poetic, Bengali
অনিরুদ্ধ বসুর উপন্যাস মানেই নতুন কিছু চমক, ফর্ম নিয়ে ভাঙাচোরা করে নতুন কোনও ফর্ম বা ফর্মলেস এনটিটি, নতুন কোনও চিন্তার ঝলক, প্যারাডাইমের আপাত-স্বাচ্ছন্দের বাইরে গিয়ে নতুন কোনও চোখে জীবনকে দেখা।
অনিরুদ্ধর নতুন উপন্যাস ‘একা অন্য’ পড়তে গিয়ে পাঠক একটু মানসিক হোঁচট খেতে পারেন, এই বিধিসম্মত সতর্কীকরণটি করে রাখাই ভালো। উপন্যাসটি নতুন ফর্মে লেখা - মোনলোগ। ইংরেজি ভাষায় মোনলোগ ভিত্তিক উপন্যাস থাকলেও (তার একটি বিখ্যাত উদাহরণ হল জেমস জয়েসের অসাধারণ উপন্যাস Ulysses) বাংলায় সম্ভবতঃ নেই। সেই হিসেবে অনিরুদ্ধকে এ ব্যাপারে পথিকৃৎ বলা চলে।
উপন্যাসটির প্রটাগনিস্ট একজন নারী নিজের জীবনের অবরোহণ, আরোহণ এবং উত্তরণের কাহিনি বলে গেছে স্বগতোক্তির মতো। যদিও একটি মানুষের জীবনকে এইভাবে অবরোহণ, আরোহণ এবং উত্তরণ এই তিনভাগে ভাগ করে সেই গল্প বলার স্টাইলটা নতুন নয়, কিন্তু লেখক এই অবরোহণ, আরোহণ এবং উত্তরণকে এক নতুন দৃ্ষ্টিতে দেখিয়েছেন। অবরোহণ পর্বে নব রসের উপর ভিত্তি করে উপন্যাসটির প্রটাগনিস্ট অভিশ্রীর জীবনের কালো সময়কালের পর্যালোচনা করা হয়েছে। আরোহণ পর্বে আবার একটি চমক - অভিশ্রী বৌদ্ধ দর্শনের অস্টমাঙ্গিক মার্গকে আঁকড়ে ধরে তার জীবনের অন্ধকার থেকে বাইরে বেরিয়ে আসার লড়াই করছে। আর উত্তরণ পর্বে দেখা যাচ্ছে সে মান্ডুক্য উপনিষদের ব্রহ্মজ্ঞান শিক্ষার আলোয় নিজের জীবন দর্শন গড়ে নিজের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেয়েছে।
জনান্তিকে হবু পাঠকদের জানাই, ‘নব রস’, ‘অস্টমাঙ্গিক মার্গ’ বা ‘মাণ্ডুক্য উপনিষদ’ শুনে আশঙ্কিত বা শঙ্কিত হওয়ার কিছু নেই। লেখকের গল্প বলার ধরণটা এমনই যে পাঠক বুঝতেই পারবেন না কখন গল্পের প্রটাগনিস্টের অবরোহণ, আরোহণ এবং উত্তরণের কাহিনি একটি মেয়ের জীবনের গণ্ডি ভেঙে একজন জেনডার-বিহীন ‘মানুষ’-এর জীবনের অবরোহণ, আরোহণ এবং উত্তরণের কাহিনি হয়ে উঠেছে, যে ‘মানুষ’-টি পাঠক নিজেও হতে পারে।
আমরা নিজেদের জীবনে ইঁদুর দৌড়েই ব্যস্ত থেকে পরমায়ুটা শেষ করে ফেলি। নিঝুম সন্ধ্যায় কুলায়ে ফেরা পাখির ঝাঁকের কাকলি না শুনে লাইট জ্বেলে ঘরে ঢুকে টিভির সামনে বসে পড়ি। গভীর রাতে রাত জাগা কালপুরুষের একাকীত্বের যন্ত্রণা বা অ্যানড্রোমিডা গ্যালাক্সির আড়াই মিলিয়ন আলোকবর্ষ দূর থেকে ছুটে আসা আলো কী খবর বয়ে নিয়ে এল, তা বোঝার চেষ্টা না করে ঘর অন্ধকার করে ঘুমিয়ে পড়ি। ধ্রূবতারার অচলতা আমাদের সেই সত্ত-রজ-তমর ওপাড়ের অব্যয় অচল অদৃশ্য মহাশক্তির কথা মনে করায় না, আমরা ধ্রূবতারা না চিনেই জীবন কাটিয়ে দিই।
তবে সবাই নয়। হয়ত বা কোটিতে গুটিক কয়েকজন আছে যারা মাঝরাতে ঘুম ভেঙে গেলে পাশ ফিরে না শুয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে আকাশের তারাদের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে “আমি তো তোমাদেরই সন্তান, সুপারনোভার বিস্ফোরণে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া তারাদের ধুলো থেকেই তো আমার এই নশ্বর দেহটার সৃষ্টি। কিন্তু বায়োকেমেস্ট্রি কবে কিভাবে বায়োলজি হয়ে গেল, আর সেই বায়োলজির স্থূল দেহটার মধ্যে কখন কী ভাবে চেতনা জেগে উঠে পান্নাকে সবুজ আর চুনীকে লাল বলতে শেখাল? কখন আমাকে প্রশ্ন করতে শেখাল কে আমি? কোথায় ছিলাম, আর কোথায় যাব? আর তার চেয়েও বড় কথা, কেন এলাম? কে বলে দেবে?”
‘একা অন্য’-এর প্রটাগনিস্ট সেই কোটিতে গুটিকের একজন। সে ভাবে নিজের অস্তিত্ব নিয়ে। সে নিজেকেই প্রশ্ন করে এই জীবনের আসল অর্থটা কী? তাই সে একা। তাই সে অন্য।
পাঠকরা এই অনন্য ‘মানুষ’-টির সঙ্গে এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে ডুবে যাবেন নিজের ভিতরে, হয়ত বা ‘জোহারি উইণ্ডো’-র গোপন ‘C’ জানালা পেরিয়ে গভীর রহস্যময় ‘D’ জানালাটির দিকে।
দুর্গাপুর আশিস কুমার চট্টোপাধ্যায়
সেপ্টেম্বর, ২০২০
Publications of Aniruddha Bose:
Reviews
Eka Onyo
-by You Tube | 19-Sep-2020
Eka Onyo Promotion
-by You Tube | 26-Dec-2020
Eka Onyo Book Launch
-by You Tube | 25-Dec-2020
Comments